দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই শীতের আমেজ স্পষ্ট হয়ে উঠেছে। সকাল-সন্ধ্যায় হালকা কুয়াশা আর মৃদু ঠান্ডা বাতাস জানান দিচ্ছে আসন্ন শীতের আগমন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাস থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সাম্প্রতিক মৌসুমি পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অন্তত চার থেকে সাতটি মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বইতে পারে। এছাড়া দেশের উত্তর, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ তীব্র আকারে দেখা দিতে পারে, যার তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নেমে যেতে পারে।
তিন মাস মেয়াদি এই পূর্বাভাসে আরও জানানো হয়েছে, স্বাভাবিক সময়ের তুলনায় এবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি হতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে দুটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব বাড়ার ফলে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাবে, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে তুলবে।