রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আবুল কালাম আজাদের ব্যাংক হিসাবের নমিনি তার বোন— এমন দাবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে কালামের স্ত্রী আইরিন আক্তার জানিয়েছেন, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
গত ২৬ অক্টোবর ফার্মগেটে মেট্রোরেল প্রকল্পের অংশ থেকে বিয়ারিং প্যাড খুলে পড়লে ঘটনাস্থলেই মারা যান আবুল কালাম। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায় এমন একটি পোস্ট যেখানে দাবি করা হয়— তার ব্যাংক হিসাবের নমিনি বোন হওয়ায় স্ত্রী উত্তরাধিকার পাবেন না।
এ বিষয়ে কালামের স্ত্রী আইরিন আক্তার, তার ননদ লাইজু আক্তার এবং খালাতো ভাই আরিফ হোসেন জানান, অনলাইনে প্রচারিত খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর, যা পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক।
রোববার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের আইরিন বলেন,
কালামের ব্যাংক হিসাবের নমিনির বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যগুলো সম্পূর্ণ ভুল
তিনি আরও অনুরোধ জানান, অযাচাইকৃত তথ্য প্রচার না করে তাদের পারিবারিক কষ্টকে সম্মান জানাতে সকলের প্রতি আহ্বান জানান।